রাতের বেলা বাতি নিভিয়ে
ভাবেন বাবু মশাই।
কি করিলে আসিবে শান্তি,
ঘুমের দরকার তাই।
ধুম্রশলাকা জ্বালিয়ে ভাবেন
বিচিত্র তার জীবন তরী।
কি করিলে মানুষের মাঝে,
মরন হইবে ইতিহাস!
অতঃপর মশাই ধরিলেন লেখা
লিখিলেন রাত ভরি।
তারপরেও যদি স্মরণ করে
পূরণ হবে তার কৃতি।
মনের ব্যথায় ত্যক্ত আশায়
বুক করিলেন ভারি।
তাইতো আজও বাবু মশাই
লিখে যান পাতা ভরি।