শৈশব আবার ফিরে পেতে চাই,
বয়স কুড়ি কমিয়ে স্কুলেতে যাই।
স্যারের ভয়ে পাঁচিল বেঁয়ে,
স্কুল পালাই।
মাঠে গিয়ে ছোটাছুটি,
খেলতে মজা পাই।
আর মারেন না মাস্টার মশাই,
এবার ক্ষমা চাই।
পরদিন থেকে একই রুটিন!
ডানপিটে তো তাই।
বাবার মার, মায়ের বকুনি
কোন কিছুই নাই!
শৈশব সেই জায়গায়
আটকে গেছে ভাই।