হয়নি বলা কিছু কথা,
শেষ হয়নি পথ চলা।
অঝোর ধারায় পরছে দেখো,
অবিরত বৃষ্টিধারা।
গোধূলীর সেই বিকেল বেলা,
তেপান্তরে ছুঁটে চলা।
সোনালী আলোয় তোমায় দেখা,
শেষ বিকেলের চিন্তাধারা।
মনে হলো তাই বলে ফেলা,
ভেঙ্গে গেছে দুজনের স্বপ্ন ডিঙা।
মিছে আশায় ঘরে ফেরা,
শেষ হয়েছে কল্পধারা।