প্রিয়তমা, ভেবোনা তুমি কটু বৃষ্টির ছটায়
লিখবো তোমায় নিয়ে এক চিলতে কবিতা।
ভেবোনা তুমি, দু-চারটে পঙতিমালায়
গেঁথে রাখবো তোমায়, না এই শেষ।
তোমায় নিয়ে আর কোন কবিতা লিখবো না!
অনেক হয়েছে আমি আদ্যিকালের দেবদাস না,
সমাজ পল্টেছে, মানুষ পাল্টেছে, পাল্টেছে যুগ
তুমি চলে গেছো সেই কবে, এখনও পাই দুঃখ।