কেমন দেখতে ঘাসের উপর শিশিরবিন্দু?
মনে হয় সবুজের উপর মুক্তোদানা ছড়ানো!
হ্যা এমনটাই অনেকটা ছবিতে দেখেছি।
ছুঁয়ে দেখতে পারিনি কখনও!
দেখতে পারিনি ক্ষেতের মাঝে লাঠির মানুষ!
কৃষকের বন্ধু হয়ে ঠাঁয় দাড়িয়ে থাকে কিভাবে?
বইয়ে পড়েছি কাক তাড়ানোর জন্য তাদের বেঁধে রাখে,
শুনেছি এদের নাম কাকতাড়ুয়া।
গ্রামে নাকি নদীর পাড়ে বিশাল বটবৃক্ষ,
শুনেছি এখানে শীতল বাতাস বয়ে যায়,
সোঁদা মাটির গন্ধ নাকি পাগল করে দেয়।
সেই বটবৃক্ষের ছায়ায় কখনও ঘুমোতে পারিনি!
কখনও দেখিনি কৃষকেরা কিভাবে ধান বুনে!
দেখিনি গ্রামে নবান্নের উৎসবে কৃষকের হাসি।
শহরের যান্ত্রিক সভ্যতায় এমনভাবে আটকে গেছি,
মুখেই শুধু বলি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।