কি ছিলাম আর কি হয়েছি
ভালোবেসে ভূল করেছি।
যদি জানতাম এত কস্ট,
হতাম না আজকে নস্ট।
ভূল করেছি মন দিয়েছি,
করিনি কোন কার্পণ্য!
তাই বুঝি রাত কাটে,
নির্ঘুম এতটা বিষন্ন!
নিকোটিনের বারে চুম্বনে ব্যস্ত,
সবকিছু তোমার স্মৃতিতে ন্যস্ত।
বলেছিলে তুমি, হয়োনা নেশাগ্রস্থ!
দেখে যাও তুমি, কি নেশায় আমি যুক্ত।
তোমার স্মৃতিময় নেশায় আজ অব্দি মত্ত,
সেই ঘোর কাটলে হবো নতুন নেশায় মগ্ন।
প্রতিদিন তোমায় ভূলে যাবো এটাই করি রপ্ত
ভালোবাসার নেশায় আমি এখনও যে লিপ্ত।