ভাবো এই নিশিতে তুমি আর আমি,
বিনিদ্র যাপন করছি একসাথে।
হাত দুটি ধরে তোমার,
চেয়ে আছি চোখের পানে।
কি বলছো চোখের দৃষ্টিতে?
ভাবছো কি আমায় নিয়ে?
"আমি সেই অপেক্ষার রাত!
যে অপেক্ষায় তুমি ছিলে।"
এই কথাই তুমি ভেবেছিলে?
কথাটি শুনে লজ্জাদৃষ্টি আড়ালে,
এমনভাবে জড়িয়ে ধরলাম তোমাকে,
বুকের মাঝে যাবে হারিয়ে।
বর্জ্রের ন্যায় হৃদকম্পন হবে দুটি হৃদয়ে
আর দুজনার মাঝে বইবে সুনামির ঢেউ।
কানের কাছে বলবো তখন,
আমি ভাবছি যেমন, তুমিও কি ভাবছো এমন।