বৃষ্টি আসে, যায় চলে,
তৃপ্ত করে ভূমি।
হলোনা কেবল তৃপ্ত,
এ হৃদয়ের মরুভূমি।
পরশে তোমার তৃপ্ত হবো,
লিপ্ত হবো নির্জনতায়।
ক্ষিপ্ত ঠোঁটে তোমার চুমু দিয়ে
জড়াবো ভালোবাসায়।
র্নিলজ্জের মত জাপটে ধরে
বলবো মনের কথা,
গ্লানি সব যাবে ভূলে,
ভুলবে মনের ব্যাথা।
অনুভূতি সব যাবে দেখা
দু চোখের সীমানায়!
তৃপ্ত হবে এ হৃদয় মরুভূমি
তোমার চোখের ফোঁটায়।