মেঘেরা আজ দানা বেঁধেছে,
আমার কষ্টের আকাশে।
অশ্রু হয়ে ঝরবে হয়তো,
মনের অগোচরে।
বিদীর্ণ হৃদয়ে আঘাত,
হানবে সুনামির ঢেউ।
ভেসে যাবে উদ্বিগ্ন স্বপ্ন,
অস্ত যাবে সুখরবি।
আস্তাকুঁড়ে ফেলবো পূর্বের গ্লানি
করবো বেঁচে থাকার অভিনয়!
সুখ সব চাপা দেবো,
বেদনার বালুচড়ে।