দেখা হয় না অনেকদিন তাই,
লেখা হয় না কিছু!
তোমার স্মৃতিচারণে,
ভাসাই সব কিছু।
তোমার অভিমান বুঝি,
তবে আমার জীবনে
কাজের প্রাধান্যটা বেশী!
জানি ভুল বুঝবে আমায়!
মিথ্যে নয় সত্যি বলছি
এমন একটা দিন নেই,
মনে পরেনি তোমায়! বুঝে নিও
ব্যস্ততা ফাঁসিয়েছে এই আমায়।