কত বিচিত্র মানুষ আমরা,
কত বিচিত্র চিন্তাধারা!
ছিন্নমূল এসব পথশিশুরা,
সমাজ থেকে ছন্নছাড়া।
অবহেলিত জীবন তাদের,
অবহেলা করি আমরা।
খাবারের জন্য উচ্ছিষ্ট কুড়ে
চলছে তাদের জীবনধারা।
রাস্তার কুকুরেরা তেড়ে আসে,
তাদের দেখে ঘেউ ঘেউ করে।
মানুষের জীবনেরও এমন ধারা,
প্রতিনিয়ত তাদের করছে তাড়া!