আমি হিটলারকে দেখিনি,
এ যুগের ওবামাকে দেখেছি।
আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখিনি,
গাজায় বোমার নিশংসতা দেখেছি।
খন্ড বিখন্ড নির্বোধ শিশুদের লাশ দেখে,
আতঁকে উঠেছি, ভয় পেয়েছি, কান্না করেছি!
জাতিসংঘের মিথ্যে সহানুভূতি দেখেছি,
একতরফা নীতির কথা শুণেছি।
আমেরিকা’র ইশারায় জাতিসংঘ চলে বুঝেছি
নব্য হিটলার রূপী ওবামাকে দেখেছি।