মনে আছে, দু বছর আগের কথা?
শীতলক্ষার চর ধলেশ্বরী এলাকায়,
ভেসে উঠেছিলো চঞ্চলের লাশ!
২০১২ সালের সেই ১৯ জুলাই
মনে পরে? কেন লাশ হতে হলো?
সে প্রশ্নের উত্তর কি দিতে পারেন?
প্রতিনিয়ত মা'কে কুড়ে কুড়ে খায়।
জানতে চায় কেন আমার নারী ছেঁড়া
বাপ ধনকে মানুষরূপী জানোয়ারেরা
রাতের অন্ধকারে কেন খাবলে ধরেছিলো?
তরুণ এই নাট্যকার পুরস্কৃত হয়েছিলো,
হত্যার দু'দিন আগেই; এরপর কি জীবন
এই অন্ধকার পুরস্কারে ঘোষিত করবে!
এই কি ছিলো নিয়তির বিধান?
তবে কি দিদারুল ইসলাম চঞ্চল
হত্যার বিচার তার পরিবার পাবে না?
দু'বছরেও হলো না জানা;
বন্ধু চঞ্চল হত্যার রহস্যের
আসল কূলকিনারা।