চোখ দিয়ে দেখি সমাজ,
দেখি মানুষের কস্ট,
সৃষ্ট জীবের অবসাদ মন
করে যে তাদের নস্ট।
রাস্তায় থাকা পথশিশুদের
আহার জোটে না মোটে,
এত কস্ট দেখার পরে,
খাবার যায় কি পেটে?
পিচ ঢালা শহরের বুকে,
ঘুমায় রাস্তার কোনে।
এত কিছু দেখার পরেও,
ঘুমাই কি করে খাটে?
দিনের পর দিন তারা
এক জামা পরে থাকে বটে,
ধুলো কাঁদা সবই লাগে
লাগে না আমাদের মনে!