টিক টিক ঘুরে ঘড়ির কাঁটা
সময় যাচ্ছে পেরিয়ে।
আষাঢ় দিনে তোমায় দেখার
সময় যাচ্ছে ফুরিয়ে।
বাদল দিনের মেঘের গান,
শোনা হয় না অনেকদিন।
কোন এক বর্ষায় আসবে তুমি
সে অপেক্ষায় চিরদিন।
ঝুম বৃষ্টিতে ভিজবে তুমি,
দেখবো আমি দাঁড়িয়ে!
পূর্বের স্মৃতি রোমন্থন করে,
দিবে কি হাতটা বাড়িয়ে?