ক্লান্ত ভোরে হাঁটছি আর
শুনছি পাখির গান।
সূর্যি মামা উঁকি মারে
করে দিনের আহ্বান।
পূর্ব আকাশে আলো ছড়ায়,
শুরু পাখিদের কলতান।
স্নিগ্ধ ভোরের উষ্ণতা মেখে
ছুটছে দেখো প্রাণ।
দূরপাল্লার গাড়ি আসে,
গন্তব্যে যাবে বলে।
চায়ের কাপে চুমুক দিয়ে
ব্যস্ত দিন শুরু করে।