মনের মাঝে বিচিত্র চিন্তাধারা,
সুখের রঙধনু জলরং দিয়ে আঁকা!
কটু দুখের বৃষ্টিতেই ভেসে যায় রঙছটা।
সেকিরে বোকা! কম্পিউটার যুগে এই দশা?
নিজেকে দর্শাই সর্বদাই এটা।
ইলুস্ট্রেটর ব্যবহার কর হে বোকা,
ফটোশপে রাঙিয়ে তোল সেটা;
লাগিয়ে দে এনালগ মনে,
ডিজিটাল আবহাওয়া।