চোখের পলকে রাত বয়ে যায়,
নির্ঘুম চোখের পাতা!
রীতিমত অভ্যাসে পরিণত হয়েছে,
রাত জেগে নিজেকে নিয়ে ভাবা।
ব্যস্ততার চাপে ভাবতে পারিনা,
সুখ পাখি কি আমার হবে না?
যাবো কোথায় কোন পথে যাচ্ছি!
সময়ের অভাবে পথভ্রস্ট হচ্ছি।
দিনের পর দিন শুধু এটাই ভাবছি;
এই কি ছিলো, জীবন কাহিনী?
নিজেকে নিজে প্রশ্ন করছি, আর বোঝাচ্ছি;
জানি কখনও ধরা দেবে না কাংখিত সুখ পাখি।