দেখা হয়েছিলো এক ষোড়শীর সাথে
কোঁকড়ানো চুলে তারুণ্যের সাঁজে।
চোখ ভরা চাঞ্চল্য আর মুখ ভরা হাঁসি,
কথার খাঁজে লুকিয়ে থাকে ভালোলাগার অনুভূতি।
গোল সাদৃশ্য মুখে তিলের আবরণ,
ভারি ঠোটে মুক্ত কথা, মানে না বারণ
দুস্টমিতে ভরা, কথাও জানে বেশ।
আমি কাছে গেলেই কেবল, সব যেন শেষ!