কথা হয়নি আজও,
হবেওনা ভাবছি এমন।
বদলে গেছো তুমি,
আর আমি ছিলাম যেমন।
ভালোবাসার ভিক্ষে নিতে চাই না আমি,
ফেরত দিতে চেয়েছিলাম তোমার স্মৃতিগুচ্ছ।
যেগুলো আমাকে প্রতিনিয়ত কুড়ে খায়!
ভেতরটাকে পুড়ে ছাড়খার করে দেয়।
নিজের দহনে পুড়ে মরতে বসেছি দেখো,
এখনও কি বাকি আছে ভালোবাসার অভিশাপ?
অতীতের সেই ইতিহাস আর মনের ক্যানভাস,
আঁকে ছবি, ইতিহাসের পাতায় রয়ে যায় পরিণয়।
সেদিনের সেই নিস্পাপ ছেলেটির দ্বায়;
ভালোবাসায় করেনি কোন অভিনয়।
তাই আজো সেই ধুলোমাখা স্মৃতি,
প্রতিনিয়ত ভেতরটাকে কুড়ে কুড়ে খায়।