তোমাকে সময় দিতে পারি না,
এ আমার এক কঠিন বাস্তবতা!
কাজের ঘোরে সময় স্বল্পতা,
জানি এটাই আমার ব্যর্থতা।
তোমাকে ভাবি সারাবেলা,
ব্যস্ততার জন্য পিছামারা!
বকুনিতে ভালোবাসার ছোঁয়া,
তোমার জন্য কবিতা লেখা।
এটাই আমার ভালোবাসার প্রতিছায়া,
এর চেয়েও বেশী ভালোবাসা;
দেখতে হলে বুঝতে হবে,
এই অভাগার তুমি একজনা।