তুমি বৃষ্টি ভালোবাসো?
যে বৃষ্টিতে ভিজবো তোমার হাত ধরে,
তোমার স্পর্শে, উষ্ণ আদরে।
ভিজে ভিজে আমি হবো শিহরিত!
বৃষ্টিতে অথবা তোমার ভালোবাসায়।
তুমি নির্জনতা ভালোবাসো?
যেখানে নিশ্চুপ ছায়া ঘেরা নিলয়,
পাশ দিয়ে বয়ে যায় নদী, সবুজের আস্বাদন।
তোমার কোলে আমার মাথা,
আর তোমার প্রেমভরা খুনসুটি।
তুমি কবিতা ভালোবাসো?
যে কবিতার পঙক্তিমালায় গেথে রাখবো তোমায়,
ছন্দের খাঁজে ভালোবাসায় তুমি রবে অমর;
যদিও কখনও মনে হয় আমার ভালোবাসা ম্লান!
কস্ট করে তুমি, কবিতাটি পড় আরও একবার।