ঘুরে ফিরে সেই আগের বেশে
নিজেকে চিনি নতুন করে।
আয়নার মাঝে নতুন এক আমি,
পূর্বের স্মৃতি রোমন্থন করি।
বলতে গিয়ে থমকে যাওয়া,
ভালোবাসায় করি অবহেলা।
কোন সে বাঁধা? এত যন্ত্রণা!
কিছুদিনের স্বপ্নের অপমৃত্যুর ভয়,
পূর্বের যাতনা যে বড় বিষাদময়।
কস্টের বালি জমিয়ে পাথরসম মন,
নতুনকে গ্রহণ করতে করে যে বারন।
স্মৃতিচারণে ভাসাই পূর্বের ভেলা,
সময় বলে আমায় এখনই বদলে যা।