ওরে তোরা আসিস নে আর এই শীতলক্ষ্যার পাড়ে,
মানুষ নামের জানোয়ারেরা এখানে থাকে।
যেখানে দিন দুপুরে জ্যান্ত মানুষ গুম করে ফেলে,
তোরা আসিস নে আর এই নারায়ণগঞ্জের ধারে।
এখানে রাজনীতির নোংরা খেলা অহরহ চলে,
আর বলির পাঠা পাবলিকেরা শুধু শুধু মরে।
সেখানে নিন্দুকেরা সভা করে নিজ স্বার্থের জেরে,
ভোদাই শ্রমিকের হুদাই আন্দোলন আসে না কোন কাজে!
স্বার্থান্বেষী একটি মহল বিবাদ লাগায় শেষে,
আম জনতা ফাঁও মাইর খাইয়া মরে!