কিভাবে দেবো তাঁর রূপের বর্ণনা
একটু দেখাতে মনতো ভরে না।
দিঘল কালো চুলে ঢেকে যায় লজ্জামুখ!
আর উঁকি মারে টোল সাদৃশ্য গালটি;
উফ মাইরি! একদম থ্রিজি,
সাথে একটা ট্যাবলেট পিসি!
দেখে বলতে ইচ্ছে হয়;
আরেকটু দাড়াবে কি?
পুরো কবিতার কল্পচিত্র গড়বো!
এই আর কি!