হে সমাজ তুমি ক্রমেই জঙ্গলে পরিনত হচ্ছো
মানুষ নামের হায়েনারা করছে অবাধে বিচরণ।
চলছে গুম খুন রক্তের রাজনীতি!
দূষিত হচ্ছে বাঙলার মাটি।
খাটি সন্তানেরার এনে দিয়েছিলো স্বাধীন ঘাটি,
কোথায় সেই স্বাধীন সার্বভৌমত্ব?
কোথায় গিয়ে ঠেকেছে মানুষের মানবতা?
এই কি ছিলো বাঙলার স্বাধীনতা!
পরাধীনতার ছায়াতলে পদদলিত হয় স্বপ্ন
ভেঙ্গে চুরমার হয় সংসার।
মানুষ্যকুল প্রান হারায় অকালে,
কুকুরের মত নয় স্বাভাবিক মৃত্যুর প্রত্যাশা।