ধীরে ধীরে ব্যক্ত হচ্ছে অজানা সব কথা
উন্মুক্ত হচ্ছে মনের দুয়ার।
প্রবেশে নিষেধাজ্ঞা তো নেই!
তবে কেন এ মিছে মায়া?
না পাওয়া সুখের সন্ধানী,
আজ সব পেয়েও হতচ্ছাড়া।
কেন রে অভাগা!
ভালোবাসায় অবহেলা।
মিথ্যের শুরু দিয়ে গড়া যে খেলা,
ক্রমেই বয়ে যাবে সময়ের ভেলা।
সবকিছুই বুঝিসরে বোকা
তাই আজ সব বুঝেও বাস্তহারা।