একটি দিন তোমায় দেখতে পেলাম না বিধায়,
চোখের জলে বির্সজন দিলাম তোমায়।
তবে চলে যাও হে মনের কান্ডারি;
তোমায় দিলাম ছুটি।
যেথায় আমার মনের বাড়ি,
সে রাস্তাও গেলাম ভুলি।
তবে চলে যাও হে মনের কান্ডারি;
তোমায় দিলাম ছুটি।
যার তরে বান্ধিলাম মনের ডুরি,
সে তো এখন পরের ঘরে।
সে কি ছিলো আমার জীবন মাঝি!
তবে যাও হে মনের কান্ডারি;
তোমায় দিলাম ছুটি।
ক্ষনিকের দেখাই যদি ধরণীর মায়া,
ত্যাগ করতে বাধ্য করে
তবে কেন হে অবুঝ,
মন বান্ধিলি তার সনে।
সে কি একথার মূল্য বোঝে?
যার কথাটি স্মরণ করে;
আজো দুটি আঁখি ভেজে।
তবে যাও হে মনের কান্ডারি;
তোমায় দিলাম ছুটি।
(বি: দ্র: আমার লেখা প্রথম কবিতা; মন্তব্য আবশ্যক)