ধূম্রশলাকাটি আঙুলের ফাঁকে, ঠোঁটে
জানিনা কেন! তবে অভ্যাস টা পুরনো
রাতে আসলে প্রকৃত কোন কাজ নেই
চিত্রকল্প ছাড়াও; অকারণ লেখালেখি
মস্তিস্ককে ব্যস্ত রাখার; শ্রেষ্ঠ প্রয়াস
মদদ দিয়েছেন করিডোরের বাতাস
আঁধারের হালকা আলো দিচ্ছে স্পৃহা
নির্ঘুম রাতের সঙ্গী আরেকটি কবিতা
প্রেম-ভালোবাসা, প্রকৃতির রঙ্গমঞ্চ;
বিরহের আর্তনাদ অথবা স্বপ্নঘোর
আবেগের লেখাও কাটছি বিবেকের
হয়তো প্রকাশও হবে না কোনদিন!
আকাঙ্ক্ষার শেষকৃত্যে ব্যস্ত সবাই
ব্যস্ততা নেই শুধু; কবির কবিতার
জানি শুধু লিখতে হবে অক্ষরাদি
যথাসাধ্য চেষ্টা; বিফলে শব্দ গঠন
ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে লিখে রাখি
সেই ডায়েরির কোন এক কোনায়
ধীরে ধীরে বয়স গবেষিত লেখার
স্মৃতিচারণে দেখবো এ ভূলগুলো!