সবসময় তো আর #
একরকম থাকে না!

তাহলে সব মানুষ -
এক হয় কিভাবে?

একই লাল রক্ত, অথচ গ্রুপ হলো কিভাবে?

অভিন্ন মহাদেশের এত ভাগ হলো কিভাবে?

বিশ্ব রাজনীতি যথা মুখে কুলুপ এটে থাক
-এসব কথা তথা উচিত কথা জমা থাক!

বহু ধর্ম, নানান বর্ণ, এত সংস্কৃতি, কত ভাষ্য
কে মুসলিম, কে হিন্দু, কে জৈন, কে বৈধ্য;
প্রকৃতি আজ ক্ষুব্ধ-দেশবিদেশের যত যুদ্ধ  

সমাজের বলি দুঃখ-

সমাজের এই প্রশ্ন

কে শুধ্য?
সে সুশীল
                 যে করে
অন্যের পন্য ভোগ্য!

আমার এই অলস মস্তিষ্কের নিউরনে
এত ইলেকট্রনের জন্ম হলো কিভাবে?

কিভাবে? কিভাবে?
      কিভাবে?