এখনকার চাঁদরাত গুলো
তখনকার মত হয়না !
“এক-দুই সাড়ে তিন রাত
পোহালে ঈদের দিন”
আর বলাও হয়না।
এখনকার ঈদের দিন গুলো
তখনকার মতও হয়না !
সালামির টাকায় স্বাদের
আইসক্রিম খাওয়া হয়না।
এখনকার ঈদের ছুটিও
তখনকার মত হয়না !
বন্ধুরা মিলে দূরে কোথাও
ঘুড়তে যাওয়াও হয়না।
এখনকার ঈদের খুশিও
তখনকার মত হয় না।
বিনা দাওয়াতে, - কারও বাসায়
সেমাই, পায়েশ খাওয়াও হয়না।
এখনকার ঈদের ভাবনাগুলো
আর তখনকার মত হয় না।
চাওয়া পাওয়ার কড়া হিসেব
অর্থাভাবে, ন্যাস্ত হয়ে যায় !
এখনকার ঈদগুলো শুধু
ঈদ নামেই পরিচিত হয়
ঈদ মানে খুশি, -এর
মানেও খুঁজতে হয় !