বয়স যখন দশ!
শুধুই ভাবতাম, সে
বয়সের নিষেধাজ্ঞা।
বয়োজ্যেষ্ঠ বাঁধা
ধুর ছাই; কবে
-যে বড় হবো!
সপ্ন দেখায় বিভোর-
নব্বই দশকের ছেলের
আধুনিক যুগে প্রবেশ।
নিত্য নতুন প্রযুক্তির সাথে
খাপ খাইয়ে নেয়া শিখছে-
সে শিক্ষায়, ত্রিশ কোটায়!
অর্জন বিসর্জনের হিসেবে
গড় মিল করেছি অনেক-
সপ্নদ্রষ্টারা হয়তো এমনই!
কখনও তো ভাবিনি-
বয়স তো শরীর মাত্র;
প্রতি বছরেই বাড়ছে!