কথিত আছে,
যা হয়; ভালোর জন্যই হয়
আমিও বলি-
যা হয়েছে; ভালোই হয়েছে
জীবনে বাস্তব শিক্ষা প্রয়োজনীয়
ভূল থেকেই মানুষ প্রকৃত শিক্ষিত
যে জ্ঞান আহরণ করে সে প্রেমিক
আর, যে জ্ঞানে চর্চা করে সে কবি
প্রাপ্ত জ্ঞানের আহরণ শেষ করেছি
ইদানিং সেই জ্ঞানের চর্চায় লেখছি
এ ক্যানভাসে এখন বিস্তর জায়গা
কবিতার ফাঁকে একাধিক উদ্দেশ্য
নির্দিষ্ট গণ্ডির বাইরে ভাবনাচিন্তা
আর শতকোটি অক্ষরের বন্ধুবর
কবিও বলছেন, ভালোই হয়েছে
এই পরিবর্তণের দরকার ছিলো