আজ বহুদিন পর…
নদীর বুকে পা ভিজিয়ে বসে ছিলাম!
ভলো-ই লাগলো বটে;
বিয়ের আগের যুবক, কৈশোর, ও শৈশব
সব -ই একে একে মনে পরতে থাকলো;
ব্যাচেলর ছিলাম যখন…
আহ্ - সোনালী সেসব কত-শত অতীত!
সংসার জীবনের ব্যাস্ততায় ভুলেই গেছি;
তাই, আজ বহুদিন পর…
বহুদিন পর...
এমন একটি একাকী বিকেল কাটালাম নদীর পাড়ে
নিজের সাথে একটু সময় কাটালাম নীরবে নিভৃতে।
যে ছেলেটা কখনই ঘরবন্দী ছিলো না
সে কিভাবে এতটা পরিবর্তিত হলো -
সময়ের কাঁটা টা এত দ্রুত পরিবর্তনশীল!
মানবজীবনের প্রায় অর্ধ বয়স পেরিয়েছে;
তবে, আজ অব্দি -
যা প্রাপ্তি হয়েছে তাতেই আমি সন্তুষ্ট!
কিছুটা তো ভালোবাসাতেও রয়ে যায়
তবে, আজ বহুদিন পর…
মনে হলো-
অবাধ্য, অমান্য ছেলেটা
এখন এক ছেলের বাবা !
সংসার জীবনটা কর্মের চেয়েও কঠিন;
অর্ধেকজীবন তো কাজ করেই শেষ!
বাবাদের জীবন হয়তো এমনই হয়!
কবি বলে-
পুরুষেরা কেউ একান্ত ব্যাক্তিগত নয়!
এরই মাঝে সময় বের করে নিতে হয়
বসে ভাবি-
নারীবাদীদের উস়্কে দিই...
পুরুষতান্ত্রিক সমাজের যান্ত্রিক যন্ত্রণা সহ্য করে দেখুক;
আর প্রতিটা দিনের এবং শেষের গল্পে তারাও আসুক।