নিষিদ্ধ মদের বোতল, নিষিদ্ধ ভালোবাসা।
জ্বলতে থাকা চিতা, অতৃপ্ত আত্মার হতাশা।
বসন্তের ভালোবাসার মিছিল আর,
শীতের বিচ্ছেদ, পারাবার।
মেঠো পথ, হালকা কুয়াশা, তুমি,
বিছানার চাদর খামচে আমার আলসেমি।
শিশি ভর্তি এসিড, গলতে থাকে আগ্রহ।
ভালোবাসা শব্দটি জীবনে গলগ্রহ।
আবার আসে পূর্নিমা,
পালাক্রমে অমানিশি রাত।
ছাদের এক প্রান্তে উড়ছে আঁচল,
আকাশ ছোঁয় হাত।
রাতের জাল চিড়ে নিষ্ঠুর আর্তনাদ।
রক্তের সাগর, কিছু চুপকথা, শোকের সংবাদ।
অপ্রাপ্তিদের সমাপ্তি নিয়ে শেষ গল্পের মায়া।
বিচ্ছেদের রোদ্দুরে " মুক্তি " নামের ছায়া।