সময়ের বড় দ্রুত গতি
আমি হাঁফিয়ে পরি
চলতে, চলতে,
চলার অনেক পথ বাকি
তবু চলতে থাকি
কথা বলতে, বলতে।
বহু ক্রোশ চলতে হবে
এ রাস্তা বহু দূর,
সহজ পথ চলা ছেড়ে
নিলাম বেছে ঘুর
বহু দূর থেকে এসেছি,
বহুদূর যাবো ভেবে,
পথের মাঝে তৃষ্ণায়,
গলা শুকায় যায়,
জল চাই, কে আমারে দেবে।
তাল নাই, ছন্দ নাই,
তবু চলেছি দুলে দুলে,
না আছে দুঃখ, না আছে সুখ,
আমি পথ চলি সব ভুলে।