বিহঙ্গ রাধিকা শুয়ে শুয়ে
ভাবিল কৃষ্ণ কথা,
কৃষ্ণ তার গন্ধে স্পর্শে গাঁথা।
যমুনার পাড়ে কুঞ্জবনে
গাছের নীচে এলিয়ে বসে,
বিরহে কাতর ,
ভাবিতে থাকিল
এ বিরহ কার রোষে?
রঞ্জিত সুনয়না, কুঞ্চিত কেশ,
ভগ্ননীড়, তোমার এ কোন দেশ,
আমি মরি বিরহে,
তোমার স্মরণে,
ভাবি তোমায় ভুলিব কেমনে?