সাদা কালো কালিতে একটা শব্দ লেখা ছিল,
সাদা পাতার উপর ।
অল্প রক্তের দাগ ছিলো বটে,
ধুয়ে গেছে আজ।
হাজার হাজার মানুষ নেমেছে পথে,
ঝড়না থেকে আর্সেনিক।
শিরায় শিরায় রক্ত বয়েছিল একসময়,
আজ বিশাক্ত ।
আমি মত্ত, তুমি মত্ত শুধুই ক্যান্ডি ক্র্যাস,
আরেকদিকে......
মৌলবাদে ডুবে আছে সন্ত্রাস। তবু হাসি
জানি মিথ্যে , বিশ্বাস হয়না।
হবে, আসো আরেকটি ছবি আছে
নগ্ন বাচ্ছাদের নিয়ে কোলের কাছে
গরম ভাতে-ভাত।
কত গল্প মনে মনে
নতুন শীতের জামা , মুখে হাসি,
ছুটকির চোখে জল!
কাঁদিস না রে মা,
আমারও চোখদুটি মুছিয়ে দিল ছুটকি
তাদের সাথে একদিন ,
মেরির খ্রিষ্ট বলে কেউ ছিলো নাকি?
আমার ভাতে-ভাত এর বড়দিন।
মিলবে না ,দুটি ছবি একি ফ্রেমে
তবু আটকে থাকে,
ছুটকি-র চোখে মলিন হাসি
প্রশ্ন নয় উত্তর দিয়ে যায়,
মৌলবাদ নাকি,
এদের সাথে একদিন?