অলস কাটছে দিন,
শান্ত একটি পুকুর যেমন
হাওয়া নেই, ঢেউহীন ।
জীবন চলছে ঠিক,
তরঙ্গ না থাক, নিয়ম মাফিক
ঝঞ্ঝা কাল্পনিক ।
রক্তে শীতল ছোঁয়া,
ফ্রিজে রাখা কমলালেবুর
রসহীন এক কোয়া ।
বয়েস পেরুল ষাট,
শেষ কর কাজ, বন্ধ করেছ কি
তোমার রাজ্যপাট ?
শেষ হয়ে এল বেলা,
শেষ অঙ্কের হল শুরু
এবারে শেষের খেলা ।