কালো সাদা মেঘ গুলি
চাঁদ ছুয়ে উড়ে যায়
দিগন্তের ঐ সিমানায়
ছুয়ে দেবে মন
যেন সারাক্ষন
বিষন্ন ইশারায় ।
রাতে চরা শঙ্খচিল
করুস্বরে গেয়ে যায়
আকুতি এক বেদনায়
কেঁদে ওঠে মন
যেন সারাক্ষন
বিষন্ন ভাবনায় ।
দাবানল জ্বলে ওঠে
জ্বলা পোড়া মনটায়
স্মৃতি খুজে হাতড়ায়
ঝিমধরা এ মন
যেন সারাক্ষন
আজ মুক্তির প্রতিক্ষায়।
দূরে কোথায় কাশবনে
নেশাড়ু মন চায়
পাগলা হাওয়ার মাতি মোহনায়
মাতাল এ মন
যেন সারাক্ষন
হারাবে সে কিনারায়।