টুপটাপ ঝরা বৃষ্টির ফোটা
ঝরিছে যেন গানের সুরে
ভিজিছে ধরণী
সিক্ত তরুণী,
গাইছে বৃষ্টির গান
সুরে সুরে, ভূবন জুড়ে ।
ভেজা ভেজা মেঠো পথটি
সাক্ষী ছিল সেই বিকেলের
ভিজে একাকার
নীরব ঈশ্বর ,
পাখী গাইছে না কলতান
শুনে গান বিরহের ।
আধার কাল মেঘের মাঝে
হেরে যাওয়া সেই প্রান্তরে
শুধু যাক ঝরে
নিঝুম দুপুরে,
একা একা আনমনে
সিক্ত হওয়া অন্তরে।