আমার জোছনা রাতের
উঠানখানি
শুধুই সুখে ভরা
জোনাকি দল
খেলছে সেথাই ,
খুশিতে দিশেহারা ।
নারিকেলের পাতার ফাকে
বসে পেঁচার দল
নিশি রাতের মাদক মেখে
কষছে নানান ছল ।
কালো জলের দিঘীর পাড়ে
তাল সুপারির সারি
তার ই এক ঢিবির পাড়ে
আমার উঠান বাড়ি।
দারোয়ান তার ঝিঁঝিঁ পোকা
বাজিয়ে তাহার ঢাল
নিশি রাতের নিস্তব্ধতা
বানিয়েছে গোলতাল।