দখিনা বাতাস,মধুর আভাস
জুড়িয়ে দিল প্রান,
শীতল হৃদয়, শীতের বিদায়
বওয়ালো খুশির বান।
গাছের কচি পাতা,দিয়েছে দেখা
শীর্ন গাছের ডালে,
প্রেমিক যুগল ,নিয়েছে দখল
পার্কের ঝোপের আড়ালে।
আম্রমুকুল ,নানা রঙা ফুল
মারে উকিঁ গাছে গাছে,
ভ্রমর চঞ্চল ,প্রজাপতি দল
ঘুরছে ফুলের পিছে পিছে ।
বসন্তের কোকিল,জুড়ালো দিল
তাহার মধুর ডাকে ,
বধূ সকল বঙ্গে,কলস নিয়ে সঙ্গে
হাঁটিছে পথের বাঁকে ।
অজানা পাখি,মেলে রেখে আঁখি
গায়ছে মধুর গান ,
বসন্ত এসে, জুড়ালো হেসে
সবার মন প্রান ।