ভোরের শুভ্র কিরন মাঝে
তুমি অপরূপা
স্বর্গের অপ্সরী
আকাশ বাতাশ মেতে ওঠে
এক অনাবিল আনন্দে
যেন কেউ সাত রঙে রাঙিয়েছে
মর্ত-আকাশ-পাতাল,
যেন তোমারই হাত ধরে
ধরনী পেল এক নতুন সকাল ,
আশায় চেয়ে রয়
আলোকবর্ষ ধরে
একটি পলক দেখবে বলে ।
তুমি জানো নাকি ?
হৃদয়ে মোচড় লাগে
শুধু তোমাকে ভেবে,
অকালপক্ক মায়াতে জড়িয়েছি
আর পথ হারিয়েছি
আর হয়েছি দিশেহারা ।