পুড়ছে আকাশ,পুড়ছে বাতাস
পুড়ছে শালের বন
ফুটিফাটা মাঠ,শুনশান ঘাট
শুন্য মানুষ জন ।
তপ্ত দুপুর ,শুকনো পুকুর
অসহায় বুঁনো হাঁস
বেদনার সুরে,গাইছে দূরে
পরান করে হাঁসফাঁস।
জ্বলে পুড়ে যায়,আগুনে হাওয়ায়
মাঠের সবুজ ধান
দগ্ধ ধরনী,গাইছে জননী
বৃষ্টি নামার গান ।
চাতক ডাকে ,অসহায় মুখে
চেয়ে যায় একটু জল
বৃষ্টি নামুক,ঝড় উঠুক
আসুক মেঘের দল।