শুভ -অশুভ
বোরহান উদ্দিন মিল্টন
শুভ চেতনায় মনুষের পরিচয় চীরদিনই হয়
শুভ চিন্তা, শুভ কর্ম, শুভ কামনাই মানুষের ধর্ম,
মিথ্যা, অসত্য,কুসংস্কার- মনুষ্যত্ব করেছে সংহার
প্রতিবার-প্রতিক্ষণে সভ্যতা শংকিত- মানবতা লংঘিত,
বসে মাতালের দরবার, আসে দুর্ভীক্ষ চারিধার,
হয় দুর্বিষহ জীবনের কারাগার।
যেখানে উল্টো অভিযাত্রা-
পাল্টে দেয় উজ্জল জীবনের মাত্রা,
পরে থাকা আধার -মহাকালের সাথী তোমার।
মনুষ্যত্ব বনাম পশুত্ব পাশাপাশি জগতেরই রূপ
কাকে তুমি ধারন করে ফুটাবে স্বরূপ
শধু আলিঙ্গনে বাঁধিবে তোমার বাহু
সঙ্গী তব বৃহস্পতি অথবা রাহু,
আমি বলি বৃহস্পতি সাধনার ধন
করিতে আপন তার আয়োজন
ত্যাগের মহিমায় নিজেকে কর সমর্পন
মোহ মুক্ত হও আপন আত্মায়,
আর রাহু যদি ধর সহজেই হয়ে যাবে বড়
অসত্য, অকল্যান ও ধ্বংসের স্খলিত স্পর্ধায়,
কারন রাহু শক্তি সহজেই মিশে যায় মানুষের স্বত্ত্বায়।।