একটি বিচ্ছিন্ন হাতের শক্তি
বোরহান উদ্দিন মিল্টন
শত আশাহত লোকালয় পেরিয়ে
কত উজ্জল স্বপ্নের সিড়ি বেয়ে
যে যুবক করেছিল জয়
কঠিন জীবনের হতাশার ভয়,
জাগিয়েছিল পূর্ণতার আশা
বাবা -মায়ের অকৃত্তিম ভালবাসা
ভরা বৃষ্টি ঝড়া মাটির ঘরে,
সেই হতভাগা রাজীবের একটি হাত
ঝুলছে ঘাতক বাসের জানালার ধারে
কি ভীষন বিচ্ছিন্ন মানব অঙ্গ!
তা কি কোন ভায়োলেন্স ভরা
সার্কাস-সিনেমার তামাশা রঙ্গ?
না না কিছুতেই না,
ইহা সত্য নিত্যকার চেনাদৃশ্য ''''"
যেখানে হয় অস্পৃশ্য
মানবের অঙ্গ-প্রত্যঙ্গ,পাপহীন আকাঙ্খার।
রাজীব, সুমী,রোজিনা,রাসেল আরও
কত শত জনের বিচ্ছিন্ন হাত-পা-দেহ,
একবার বলিবার নাই যেন কেহ-
থমাও এই অন্যায়-অরাজকতা
বন্ধ কর এই নিষ্ঠুর হিংস্রতা।
আবারও ধেয়ে চলে ধাবমান যন্ত্র দানব
চালক সেও মানব রূপি আরেক দানব
সে করেছে জীবনের ক্ষয় পথে পথে
হচ্ছে মানবতার পরাজয় তারই সাথে,
রাজীবের বিচ্ছিন্ন হাত -তারই প্রতিবাদ।
রাজপথে লাশের মিছিল সহস্র,অযুত নিযুত,
একটি হাত কি পারে নিতে তার প্রতিশোধ?
না না এখন শুধু রাজীবের একটি হাত নয়
আছে বত্রিশ কোটি ক্ষ্যাপা হাত;
অন্যায়, অবিচার, ক্ষমতার চারিধার
অবশেষে ভেসে গিয়ে মানে হার
সত্য ও ন্যায়ের মহা প্লাবনে।
তাই রাজীবের একটি ছিন্ন হাতের শক্তি
সহস্র কালো হাতের চেয়ে অনেক বেশী।