তোমরা ছিলে দীর্ঘ দিনের ক্ষুধার্ত, অভুক্ত
পুঁটি মাছ দিয়ে যতটুকু পারি ছিলাম যুক্ত।
এর চেয়ে বেশী করিতে অক্ষম ছিলাম
তবে যা ছিল সবসময় উদার ছিলাম।
আজ তোমাদের নিত্য ঈলিশ ভোজ হয়
তাই বলে আমার অবদান ভুলে যাওয়ার নয়!
আমি নিজে এখনও পুঁটি মাছ খাই
তাই তোমাদের পুঁটি মাছ পাঠাই।
পুঁটি পেয়ে এখন অবজ্ঞা করো
তুচ্ছ তাচ্ছিল্য করো।
অথচ এই পুঁটি দিয়ে বিধাতা তোমাদের বাঁচিয়েছে।
তোমাদের স্বপ্নগুলোর বীজ বপিত হয়েছে!
সর্বশেষ ঠকিয়েছ আমায়, ঠকেছি আমি
মনের বাসনা কেবল জানে অন্তর্যামী।
কিন্তু তোমাদের বিবেক ভুলে গেছে
আমার অবদান?
সবকিছুর সুদ আসলে দিয়েছ শুধু অপমান!
আমার প্রাপ্য থেকে বঞ্চিত করে
তোমাদের সুসময়ে বিচ্ছিন্ন করে
তার পরেও গোপনে আমার কুৎসা রটাও!
তোমাদের মাঝ থেকে আমাকে হটাও!
তাতে কী! তোমরা ভাল থেকো! আমি না হয় অমলিন থাকি!
বাকী জীবন নিঃস হৃদয়ে একাকী থাকি!