সুন্দর এই দেহ খানা মাটির এক পিঞ্জিরা
মাটি হতে সৃষ্ট উহা, মধ্যমণি এক ভোমরা।
প্রাণ ভোমরা উড়াল দিলে
শূন্য খাঁচায় পচন মিলে।
পদচারণায় কাঁপাতে ভূমি
সেই ভূমিতে মিশবে তুমি।
সুন্দর সব থাকবে ভবে
কেবল তুমি বিলীন হবে।
কিসের আশায় ছুটছো পিছে
এই দুনিয়ায় সবই মিছে।
আল্লাহ নবীর প্রেমেতে মজে
নামাজ রোজা আর ভালো কাজে
ব্যয় কর সব কলরব
মরীচিকা বাকী সব।।