রাত্রি গভীর, দুচোখে গভীর ঘুমের আনাগোনা
মন ঘুমাইতে চাই না। কত শত ভাবনা!
এক সাথে, এক পাতে, যে ছিল কামনায়
সে ঘুমায় আজ বহুদূর অচেনা অজানায়।
মনে পড়ে তার স্বপ্ন গুলোর কথা
কথা নয় যেন বুকে বিষম ব্যথা!
কেন সাজাই এত সুন্দর বাসর
সব হলো তাসের ঘর।
যে জন হারায় সে কেবল বুঝে
মা হারা দুটি শিশু আজও মাকে খুঁজে।
কেন এত নিষ্ঠুর নিয়তি?
অবুঝ হৃদয়ে চাপাতি!